পতাকার ইতিহাসে ভেসে উঠে বাংলার সবুজ অরণ্য ও উদীয়মান দীপ্ত লাল সূর্য।
শ্রদ্ধা ও গৌরবের প্রাণোচ্ছ্বাস নিয়ে সর্বত্র উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা।
বাংলাদেশের লাল,বাংলাদেশের সবুজ আয়োজন বৃত্তান্ত
আমার পরিচয় আমার দেশ, আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের লাল ও বাংলাদেশের সবুজের এক অনন্য প্রতীক আমাদের পতাকা। যথার্থ ব্যবহারবিধি মেনে চলে সমুন্নত রাখতে হবে পতাকার মর্যাদা।
তাই, পতাকার রঙ, সঠিক মাপ ও ব্যবহারবিধি মেনে চলতে সবাইকে উৎসাহিত করতে বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে “বাংলাদেশের লাল ও বাংলাদেশের সবুজ” ক্যাম্পেইন। আয়োজনটির সার্বিক সহায়তায় রয়েছে প্রথম আলো।
পতাকা তৈরির নির্দেশনা
///////////
জাতীয় পতাকার মাপ:
- সবুজ আয়তকার ক্ষেত্র ১০ : ৬ (দৈর্ঘ্য : প্রস্থ)
- লাল বৃত্তটি হবে দৈর্ঘ্যের ৫ ভাগের ১ ভাগ
- বৃত্তটি থাকবে মাঝ থেকে একটু বাঁয়ে যেন ওড়ার সময় লাল সবুজের মাঝেই থাকে
জাতীয় পতাকার রঙ:
- জাতীয় পতাকার রঙ হবে গাঢ় সবুজ ও মাঝে থাকবে একটি লাল বৃত্ত
- প্রোসিয়ন ব্রিলিয়ান্ট গ্রিন এইচ-২, আর এস, হাজারে ৫০ ভাগ
- প্রোসিয়ন ব্রিলিয়ান্ট অরেঞ্জ এইচ-২, আর এস, হাজারে ৬০ ভাগ
জানুন আমাদের পতাকা
পতাকার ব্যবহারবিধি
যখন ভবনে উড়বে পতাকা
- ১০ : ৬ ফুট
- ৫ : ৩ ফুট
- ২.৫ : ১.৫ ফুট
পতাকা যখন উড়বে মোটরগাড়িতে
- ১৫:৯ ইঞ্চি (বড় গাড়ির জন্য)
- ১০:৬ ইঞ্চি (ছোট এবং মাঝারি আকারের গাড়ির জন্য)
যেসব দিবসে পতাকা পুরোপুরি উত্তোলন করতে হবে
- ঈদ-এ-মিলাদুন্নবী
- ২৬শে মার্চ, স্বাধীনতা দিবস
- ১৬ই ডিসেম্বর, বিজয় দিবস
- সরকার কর্তৃক ঘোষিত অন্য যেকোন দিবস
যেসব দিবসে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত
- ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস
- সরকার কর্তৃক ঘোষিত অন্য যেকোন দিবস
*পতাকা অর্ধনমিত হবে খুঁটির ওপর থেকে পতাকার প্রস্থের সমান নিচে।